৬ মাস পরেও ৯৩ শতাংশ সুরক্ষা দেয় মডার্নার কোভিড ভ্যাকসিন

:দ্বিতীয় ডোজ দেয়ার ৬ মাস পরেও ৯৩ শতাংশ কার্যকরি থাকে মডার্নার কোভিড ভ্যাকসিন। বৃহস্পতিবার এমন দাবি করে মার্কিন কোম্পানিটি। ভ্যাকসিনটির অনুমোদন নেয়ার সময় এর কার্যকরিতা পাওয়া গিয়েছিল ৯৪ শতাংশ। অর্থাৎ ৬ মাস পার হওয়ার পরেও এর কার্যকরিতা প্রায় অপরিবর্তিতই থেকে যাচ্ছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
খবরে জানানো হয়, ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন প্রতি ২ মাসে ৬ শতাংশ করে কার্যকরিতা হারায়। গত সপ্তাহে কো¤পানিটি নিজেই এ তথ্য প্রদান করেছে। সে হিসেবে ৬ মাস পর ভ্যাকসিনটির কার্যকরিতা এসে দাঁড়িয়েছে ৮৪ শতাংশে। অর্থাৎ এ দিক থেকে মডার্নার ভ্যাকসিন বেশ এগিয়ে আছে। যদিও মডার্না ও ফাইজার উভয়ের ভ্যাকসিনই এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ নিয়ে মডার্নার প্রধান নির্বাহী স্টেফান ব্যান্সেল বলেন, আমাদের কোভিড-১৯ ভ্যাকসিন ৬ মাস পরেও শক্তিশালী কার্যকরিতা দেখাতে পেরেছে। তবে ডেল্টা ভ্যারিয়েন্ট ক্রমাগত নতুন হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই কার্যকরিতা থাকলেও আগামি শীত নাগাদ বুস্টার ডোজ লাগতে পারে বলে জানিয়েছে মডার্না।