ফেনোফাইব্রেট কোভিড-১৯ সংক্রমণ ৭০ শতাংশ কমিয়ে দিতে পারে

গুরুত্বপূর্ণভাবে, ফেনোফাইব্রেটের স্ট্যান্ডার্ড ক্লিনিকাল ডোজ ব্যবহার করে যে পরীক্ষা করা হয়েছে তা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। গবেষক টিমের সহ লেখক ডাঃ এলিসা ভিসেনজি জানাচ্ছেন,  'আমাদের তথ্য ইঙ্গিত দেয় যে, ফেনোফাইব্রেট কোভিড-১৯ এর উপসর্গ কমাতে সাহায্য করে এবং এটি দেহে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা কমায়। ''ফেনোফাইব্রেট ওষুধটি মুখ দিয়ে সেবন করতে হয় যা বিশ্বব্যাপী খুব সস্তা এবং সহজলভ্য। পাশাপাশি এর ব্যাবহারিক প্রয়োগের যে ইতিহাস রয়েছে তা নিরাপদ বলেই পরিগণিত হয়েছে। নিম্ন-মধ্য আয়ের যে দেশগুলি রয়েছে সেখানে এই ফেনোফাইব্রেট জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যাদের জন্য টিকা সুপারিশ করা হয় না বা উপযুক্ত নয় যেমন শিশু, যাদের হাইপার-ইমিউন ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে ফেনোফাইব্রেট জাতীয় ওষুধ নিরাপদযোগ্য বলে জানাচ্ছেন ডাঃ এলিসা ভিসেনজি। গবেষকরা এখন হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের ওপর এই ওষুধের প্রয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের নেতৃত্বে এবং ইসরায়েলের জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুটি ক্লিনিকাল ট্রায়াল চালানো হচ্ছে।