সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে র্যাব ১ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বাউরবাগ এলাকার মাওলানা সহিদ আহমদের বসত ঘরে এ অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মো. রেজওয়ানুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রেজওয়ানুল বাউরবাগ এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে। বুধবার (২৫ আগস্ট) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভিযানে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
মন্তব্য