প্রকাশনা সংস্থা প্রারম্ভিকা প্রকাশ সিলেট এর উপদেষ্টা শ্রী শ্রীপদ দেব বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় স্থানীয় একটি রেঁস্তোরায় থাকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সহকর্মী ও প্রারম্ভিকা প্রকাশ এর যৌথ উদ্যোগে প্রারম্ভিকা প্রকাশের কর্ণধার ও প্রকাশক ধ্রুব গৌতমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো এস এম হাবিবুর রহমান।
নাজির প্রসেনজিৎ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পলাশ ঘোষ, মো. রফিকুল ইসলাম, গৌতম কুমার শীল, সমর চন্দ্র সূত্রধর, দেলোয়ার হোসেন, সবিতা বণিক প্রমূখ।
সভায় বক্তারা, সংবর্ধিত অতিথি শুধু একটি নির্দিষ্ট ধর্ম ও জনগোষ্ঠীর নয়, সর্বর্ ধর্মের সর্বজনের ধর্ম ও নৈতিক শিক্ষায় তিনি বিশেষ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য