টমি মিয়াস ইনিস্টিউটের দেশি-বিদেশি ডাক্তারদের সাথে নৈশ্যভোজ সম্পন্ন

টমি মিয়াস ইনিস্টিউটের উদ্যোগে ও তাফিদা রাকিব ফাউন্ডেশনের ইউকেসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা ৫২ জন বিদেশী বিশেষজ্ঞ ডাক্তার ও বাংলাদেশী ডাক্তারসহ প্রায় শতাধিক ডাক্তারদের নিয়ে নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা মার্চ) রাত ৮টায় রিকাবী বাজারস্থ টমি মিয়াস ইনিস্টিউটের নিজ কার্যালয়ে এ নৈশ্যভোজের আয়োজন করা হয়। 

টমি মিয়াস ইনিস্টিউটের সত্বাধিকারী, বিশ্ব বিখ্যাত রন্ধনশিল্পী কিং কারি টমি মিয়া এমবিই এর সভাপতিত্বে ও ইনিস্টিউটের এডমিন ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুমের পরিচালনায় নৈশ্যভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. সেলিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজিং ডিরেক্টর জাকির চৌধুরী, সিনিয়র এক্সকিউটিভ আবদুল্লাহ আল মামুন, ইউকে প্রবাসী মিতু বেগম।

এসময় উপস্থিত ছিলেন টমি মিয়াস ইনিস্টিউটের এমডি তাজুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার ফয়েজ আহমেদ খান বেলাল, মৌলভীবাজার শাখার ম্যানেজার সুমন মিয়া, শেফ দেলোয়ার হোসেন, শেফ আবসার মিলন, শেফ আব্দুস সালাম, শফিকুল ইসলাম রুবেল, জামিল আহমদসহ দেশ বিদেশের ডাক্তারগণ। নৈশ্যভোজের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, টমি মিয়াস ইনিস্টিউট বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরেছে। বিশুদ্ধ ও পরিচ্ছন্ন খাবার প্রস্তুতে টমি মিয়াস ইনিস্টিউট অবদান রেখে চলেছে। বিশে^র বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্র্থীরা প্রতিষ্ঠা লাভ করছেন। তাই সকলকে সঠিকভাবে প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি