সংসদে না আসলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে: কাদের

নন্দিত ডেস্ক:রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে আসা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের (বিএনপি) অনতিবিলম্বে সংসদের কার্যক্রমে অংশ গ্রহণ করা উচিত, যদি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক অস্থিত্ব বজায় রাখতে চায়। অন্যথায় রাজনৈতিক অস্তিত্বই বিপন্ন হবে।’ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাজধানীর নগরভবনের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি দেশি-বিদেশি অপচেষ্টা ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই নির্বাচনে নিয়ে জনগণের প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া নেই, সারা দুনিয়ায় কোনো উচ্চবাচ্য নেই। বিশেষ করে নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বৈধতা নিয়ে প্রশ্ন করা- এ বিষয়ে কোনো অভিযোগ অনুযোগ দেশে-বিদেশে নেই।’ ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশের বাইরে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গণতান্ত্রিক বিশ্বে যোগাযোগ করে ব্যর্থ হয়েছে। দেশেও নির্বাচনের বিরুদ্ধে জনমনে কোনো সাড়া জাগাতে পারেনি। এখন তারা নিজেরা বসে বসে প্রেস ব্রিফিং ডেকে নালিশের রাজনীতি শুরু করেছে।‘ বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারা বিরোধীদল; বিরোধীদল হিসেবে তাদের উচিত সংসদে যোগ দেওয়া, সংসদে গিয়ে কথা বলা। এভাবে নালিশ করে ইতিবাচক কিছু পাওয়া যাবে না, নেতিবাচক রাজনীতি দিয়ে কোনো কিছুই বাস্তবায়ন করতে পারবে না।‘ ১৪ দলের শরিকরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালনে বিব্রতবোধ করছেন- এ বিষয় কাদের বলেন, ‘আমরা জেনে নেবো, উনি কোথায় বিব্রতবোধ করছেন। তিনি যে চেয়ারে বসেছেন; সেখানে সরকারের সমালোচনা করারও অধিকার তাকে দেওয়া হয়েছে। যেখানে গঠনমূলক সমালোচনা করবেন আবার সরকারের ইতিবাচক কিছু থাকলে সেটাও বলবেন। সরকারের বিরুদ্ধে বলাটাই গঠনমূলক নয়।’ জাতীয় ঐক্যফ্রন্টে টানাপোড়েন আছে মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের (ঐক্যফ্রন্ট) আচার আচরণেই প্রমাণ করেছে; তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, টানপেড়ান আছে; মতের অমিল আছে; পথের অমিল আছে।‘ ‘এটা তারা নিজেরাই বুঝিয়ে দিয়েছেন যে, তাদের মধ্যে ভাঙনের তাণ্ডব চলছে। এখন আপাতত বাইরে প্রকাশ কিছুটা স্থিমিত; প্রকাশ করছে না; কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে টানাপোড়েন রয়েছে- সেটা তো সত্য।‘