তাবলিগ জামাতের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নন্দিত ডেস্ক:বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে আলোচনার জন্য তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুর পৌনে ১২টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ তাবলিগ জামাতের দুপক্ষের প্রতিনিধিরা উপস্থিত আছেন। এর আগে ২৪ জানুয়ারি ধর্ম প্রতিমন্ত্রীর নিজ দফতরে তাবলিগ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ১৫-১৭ ফেব্রুয়ারি ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি এবারের বিশ্ব ইজতেমা একপর্বে হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।