হবিগঞ্জের লাখাইয়ে ভাঙতে শুরু করেছে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি। কিন্তু এটি নির্মাণের প্রায় ১৫ বছর অতিবাহিত হলেও এখনও হয়নি সংযোগ সড়ক। ফলে ব্রিজটি একদিনও ব্যবহার করা হয়ে ওঠেনি। উপরন্তু এর পাশেই বাঁশের সাঁকো নির্মাণ করে তাতে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, ‘এ ব্রিজটি আমি মেম্বার থাকাকালে অনুমান ২০০৯ সালে নির্মাণ করা হয়েছিল। আমিই এটি প্রস্তাব করেছিলাম। কথা ছিল ঠিকাদার ব্রিজের গোড়ায় মাটি দেবেন। কিন্তু এসব না করেই তিনি প্রভাব খাটিয়ে বিল উত্তোলন করে নিয়েছেন। এতে সহযোগিতা করেছিলেন তৎকালীন প্রকৌশলীও।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূর জানান, তিনি গত জানুয়ারি মাসে এখানে যোগদান করেছেন। ইতিমধ্যেই তিনি ব্রিজটি দেখেছেন। হাওড় ঘুরে তিনি আরও বেশ কয়েকটি এমন ব্রিজের সন্ধান পেয়েছেন। এসব ব্রিজ ১৫-২০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। কিন্তু কোনো ফাইল খুঁজে পাইনি। কোন ঠিকাদার কাজ করেছেন, কত টাকা ব্যয়ে হয়েছে- এর কোনো তথ্যও পেলাম না।
মন্তব্য