জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে হবিগঞ্জের নবীগঞ্জে আইনউদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে থেকে তাকে আটক করা হয়।আটক আইনউদ্দিন বাশডর গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে। হবিগঞ্জ পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে বাশডর গ্রামে আইনউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে আইনউদ্দিনকে আটক করে এটিইউ। অভিযানে সেখানে জঙ্গি তৎপরতা সংক্রান্ত তথ্য-উপাত্ত মিলেছে।
আটক যুবক কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা? জানতে চাইলে এসপি বলেন, এর বেশি তথ্য এখনও বলা যাচ্ছে না। পরে এটিইউ -এ সংক্রান্ত তথ্য দেবে।
মন্তব্য