বানিয়াচংয়ে স্ত্রীসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজা ও ৯পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। 

তারা হলেন উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউপি'র অন্তর্গত যাত্রাপাশা গ্রামের কুখ্যাত গাঁজা ব্যবসায়ী পলাতক আসামী আব্দুর রৌফের স্ত্রী আছমা আক্তার (৪০) ও লামাপাড়া গ্রামের অস্থায়ী বাসিন্দা মৃত ফিরুজ আলীর পুত্র ছায়েদ আহমদ (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার একদল পুলিশ যাত্রাপাশা গ্রামে অভিযান পরিচালনা করে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রৌফের বসতভিটা থেকে ৯ কেজি গাঁজাসহ (যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা) ১ আসামী এবং এসআই সাদরুল হাসানের নেতৃত্বে সুফিয়া মতিন মহিলা কলেজের প্রধান গেইট থেকে অপর ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।