নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে গ্যাস দেবে না রাশিয়া

রাশিয়ার পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে, যদি রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে ইউরোপে গ্যাস দেবে না তারা। খবর দ্য গার্ডিয়ানের। 

নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে ইউরোপে আসত রাশিয়ার গ্যাস। কিন্তু কারিগরি ত্রুটির কথা বলে ২৯ আগস্ট তিন দিনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এরপর তারা জানায় নিষেধাজ্ঞার কারণে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। এ কারণে অনির্দিষ্টকালের  জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আমাদের একাধিক কোম্পানির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গ্যাস পাম্প করতে সমস্যা হচ্ছে। গ্যাস পাম্প করার ক্ষেত্রে অন্য কোনো সমস্যা থাকতে  পারে না। 

এ বক্তব্যের মাধ্যমে দিমিত্রি পেসকোভ পরিস্কারভাবে বলেছেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা না তুলে দিলে ইউরোপে গ্যাস পাঠাবেন না তারা। 

এদিকে পশ্চিমা দেশগুলো অভিযো করছে, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ায় গ্যাস দিয়ে তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে রাশিয়া। তাদের দাবি, রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান