চার্লস যুগে বৃটেন

সেন্ট জেমস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসকে বৃটেনের রাজা ঘোষণা করা হয়েছে। এ বিষয়ক ঘোষণাপত্রেও তিনি স্বাক্ষর করেছেন। এরপরই রাজা হিসেবে প্রথম নির্দেশ অনুমোদন করেছেন। নির্দেশে বলা হয়েছে, রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের দিন বৃটেনে থাকবে সাধারণ ছুটি। এখনো শেষকৃত্যের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে বৃটিশ মিডিয়ার খবর অনুযায়ী, তা ১৮ই সেপ্টেম্বর হতে পারে। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজা চার্লসের মা, রানী দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে রাজা হয়েছেন চার্লস। কিন্তু এক্সেশন কাউন্সিল আনুষ্ঠানিকভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সার্বভৌম রাজা হিসেবে ঘোষণা দিয়েছে। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে তার পদকে নিশ্চয়তা দেয়া হয়েছে।