দুই সপ্তাহে ৬ হাজার বর্গকিমি পুনরুদ্ধারের দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের বাহিনী গত দুই সপ্তাহে পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার কাছ থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

নিয়মিত ভাষণে সোমবার জেলেনস্কি এ কথা বলেন। তিনি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেনারা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছেন। আমরা আরও অগ্রসর হচ্ছি। খবর বিবিসির।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও পাল্টা আক্রমণে ব্যাপক সাফল্য দাবি করেছে কিয়েভ। তারা অঞ্চলটির ইজিয়াম, কুপিয়ানস্ক, বালাক্লিয়া শহরসহ কয়েক ডজন এলাকা পুনরুদ্ধার করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী। মঙ্গলবার এ যুদ্ধ ২০২তম দিনে গড়িয়েছে।