বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯০৭, বহিষ্কার ৬ পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রে অনুপস্থিত ছিল ৯০৭ জন পরীক্ষার্থী। সেই সঙ্গে অসদুপায় অবলম্বন করায় ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৮৭টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৮৭ হাজার ৬৯২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে এর মধ্যে অংশগ্রহণ করেছে ৮৬ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ৯০৭ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ৩।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে বরিশাল জেলায় ২৭০ জন রয়েছে, এরপর পটুয়াখালীতে ১৮৫ জন, ভোলায় ১৭০ জন, পিরোজপুরে ১১৬, বরগুনায় ৯৪ জন ও ঝালকাঠিতে ৭২ জন রয়েছে।

অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে বরিশালে ৩ জন, ভোলায় ২ এবং পটুয়াখালীতে ১ জন পরীক্ষার্থী রয়েছে।