শারদীয় দুর্গা উৎসবে ‘ডিজে পার্টি’ করা যাবে না

শারদীয় দুর্গা পূজায় ব্যাপকভাবে ‘ডিজে পার্টি’ করা যাবে না। তাছাড়া সাউন্ড সিস্টেম আযান ও নামাজের সময় বন্ধ রাখতে হবে। পূজা চলাকালীন সময়ে নিজস্ব সেচ্ছাসেবী রাখতে হবে। 

দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার এ আহ্বান জানান। 

উপজেলার ৬০টি পূজা মণ্ডপের দায়িত্বশীলদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সার্কেল ইন্সপেক্টর (গোলাপগঞ্জ) সুরঞ্জিত,  পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেল, এসআই ফয়জুল করিম, ইউপি চেয়ারম্যান খলকুর রহমান, শামীম আহমদ, এসআই পার্থ সারথি দাস, অনিল দাস, রজত কান্তি দাস, শান্ত দাস, ননি কান্ত দাস, রসেন্র কান্তি দাস, রবিন্র রায়, বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্ত। 

সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, রফিকুল ইসলাম বলেন, পূজা চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনার আশংকা থাকলে সাথে সাথে পুলিশকে খবর দিতে হবে। কোন সন্দেহজনক ব্যক্তি ঘুরোঘুরি করলে তার দিকে নজরদারি করতে হবে। উপজেলার ৬০টি মণ্ডপে পূজা চলাকালীন সময়ে পুলিশ টহল দেবে এবং মণ্ডপগুলোতে আইন শৃংখলাবাহিনী নিয়োজিত থাকবে। 

তিনি নিজ উদ্যোগে মণ্ডপগুলোতে সিসি টিভি স্থাপনের পরামর্শ দেন। উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৬০টি পূজা মন্ডপে পুজা উদযাপন করা হবে।