সবাইকে রুখে দাঁড়ানোর ডাক রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘বুধবার মুন্সীগঞ্জ সদর থানার মুক্তারপুরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত গুলিবর্ষণ করা হয়। এতে গুরুতর আহত হয়েছেন অসংখ্য নেতাকর্মী।’

‘এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত যুবদল নেতা মো. শাওন, মো. জাহাঙ্গীর ও ছাত্রদল নেতা তারেকের অবস্থা আশংকাজনক। তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘বুধবার রাতভর আওয়ামী লীগের লোকজন পঞ্চসার ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হুমকি প্রদান করে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। অধিকাংশ নেতাকর্মী ও সমর্থকরা এখন বাড়ি ছাড়া। ইতোমধ্যে নিজেদের অপকর্ম আড়াল করার জন্য উল্টো হামলার শিকার বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

অবিলম্বে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের আহবান জানান রিজভী।

রিজভী বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলকে চাপের মুখে ফেলতে সরকারের প্রকাশ্য ও গোপন অমানবিক কৌশলের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, পথে পথে প্রতিরোধ করতে হবে।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, কামরুজ্জামান রতন, বেনজীর আহমেদ টিটো প্রমুখ।