ইউক্রেনের জাপরিঝিয়ায় রুশ ক্ষেপণান্ত্র হামলায় নিহত ২৩

ইউক্রেনের জাপরিঝিয়া শহরে রাশিয়ার ক্ষেপণান্ত্র হামলায় কমপক্ষে ২৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।

জাপরিঝিয়া অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার স্টারুখ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর আলজাজিরার।

বিবৃতিতে তিনি আরও বলেছেন, রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আরও ২৮ জন গুরুতর আহত হয়েছেন।

রুশ অধিকৃত অঞ্চলটিতে মানবিত সহায়তার জন্য জরুরি ত্রাণ নিয়ে যাচ্ছিল বেসরকারি একটি সংস্থার দল।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাপরিঝিয়া অঞ্চলের গভর্নরের পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় একটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এবং রাস্তায় অনেকগুলো মরদেহ পড়ে আছে।

তারা সবাই বেসামরিক লোক এবং স্থানীয় বাসিন্দা বলেও দাবী করেন গভর্নর। তবে, এ ব্যাপারে কোন মন্তব্য করেনি রাশিয়া।

অধিকৃত চার অঞ্চলের স্বাধীনতা ঘোষণার ঠিক আগে রাশিয়ার বিরুদ্ধে এ প্রাণঘাতী হামলার অভিযোগ করল ইউক্রেন।