নিষেধাজ্ঞা প্রত্যাহারে পশ্চিমাদের চাপ দিন: জাতিসংঘকে রাশিয়া

রাশিয়ার সার রপ্তানিতে পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে জাতিসংঘকে চাপ দিতে বলল রাশিয়া।

জাতিসংঘকে বৃহস্পতিবার এ অনুরোধ জানিয়েছে রাশিয়া। খবর আনাদোলুর।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে পশ্চিমারা কৌশলে ইউক্রেন থেকে শস্য আমদানি করলেও রাশিয়ার সার রপ্তানির ওপর থেকে এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি।

তিনি বলেন, গত ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রপ্তানির যে চুক্তি হয়েছিল, তাতে রাশিয়ার সার রপ্তানির ওপর থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তও যুক্ত ছিল।

কিন্তু ইউক্রেনকে শস্য রপ্তানির সুযোগ দেওয়া হলেও রাশিয়াকে সার রপ্তানি করতে দেওয়া হচ্ছে না।   

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র জরুরিভিত্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যহারে পশ্চিমাদের বাধ্য করাতে অনুরোধ জানান।