কুয়েতে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি শনাক্ত

কুয়েতে করোনার নতুন ভেরিয়েন্ট এক্সবিবি শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা কুনা বিষটি নিশ্চিত করেছে। 

খবরে বলা হয় করোনা ভাইরাসটি তার উপস্থিতির পর থেকে বেশ কয়েকটি জেনেটিক পরিবর্তন ও মিউটেশনের মধ্য দিয়ে গেছে।তবে এ ভাইরাসে উদ্বেগের কারণ নেই। 

মহামারী সংক্রান্ত সূচক এবং মানদণ্ড বর্তমানে কুয়েতের স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এক্সবিবি সংক্রামণ এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে ৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে হাত ধোয়া এবং স্যানিটাইজ করা, শীতকালীন টিকা এবং করোনা টিকা নেওয়া,হাাঁচি ও কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখা, অসুস্থতার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে অন্যদের  সাথে মেলামেশা থেকে বিরত থাকা, চলাচল ও বাসস্থানের আশপাশ পরিস্কার রাখা,স্বাস্থ্য সুবিধা যেমন হাসপাতাল এবং বন্ধ জনাকীর্ণ স্থানে মুখ ও নাক ঢেকে রাখা। এছাড়াও জরুরি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে।