সুনামগঞ্জের তাহিরপুরে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মোল্লাপাড়া গ্রাম থেকে ইয়াবার চালানসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, পার্শ্ববর্তী কামড়াবন্দ গ্রামের সুরত জামানের ছেলে আবু সুফিয়ান রনি।
বুধবার বিকালে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মোল্লাপাড়া গ্রামের পেশাদার ইয়াবা কারবারি সাইফুলের বসতবাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালায়।
তিনি বলেন, ইয়াবা ক্রয়-বিক্রয়কালে পুলিশ সাইফুল ও তার সহযোগী আবু সুফিয়ান রনিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৬৭ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযান চলাকালে তাদের অপর সহযোগী মোল্লাপাড়া গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে হাসান কৌশলে পালিয়ে যায়।
এরপর মঙ্গলবার রাতে তাহিরপুর থানায় দুজনকে গ্রেফতার ও অপর একজনকে পলাতক আসামি দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
মন্তব্য