কোটিপতি হয়েছেন যেভাবে, জানালেন হিরো আলম

মাত্র চার বছরের ব্যবধানে কোটিপতি বনে গেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলম। তিনি কীভাবে এত টাকার মালিক হলেন, তার আয়ের উৎস কী- অনেকেই তা জানতে চান।

এ প্রসঙ্গে সম্প্রতি একটি গণমাধ্যমকে হিরো আলম জানান, আমার কোনো কালো টাকা নেই। বিভিন্ন স্টেজ শো করে উপার্জন করি। এ ছাড়াও অভিনয়ের পাশাপাশি নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণের ব্যবসা করি। ইউটিউব থেকেও আয় করি। একটু একটু করে সঞ্চয় জমিয়ে কিছু করার চেষ্টা করছি।

মূলত বগুড়ার দুই আসনে (বগুড়া-৪ ও ৬) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীর হলফনামায় হিরো আলম যেসব তথ্য উল্লেখ করেছেন, সেটি ঘিরেই শুরু হয়েছে আলোচনা।

হলফনামায় উল্লেখিত তথ্যমতে, নয় শতক জায়গা কিনে বাড়ি করেছেন হিরো আলম। চলাফেরার জন্য ব্যবহার করছেন কয়েক লাখ টাকা মূল্যের গাড়ি। কৃষিজমির পরিমাণ ২১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫০ শতাংশ। স্ত্রীর এক ভরি স্বর্ণালংকার বেড়ে ১০ ভরি হয়েছে। ব্যাংকে জমা আছে ৩০ হাজার টাকা। এছাড়াও ৫৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র করেছেন তিনি।

নির্বাচনি হলফনামায় উল্লেখিত সম্পদ প্রসঙ্গে হিরো আলমের ভাষ্য, আমার কোনো অসৎ রোজগারের অর্থ নেই। হলফনামায় সম্পদের যে তথ্য দিয়েছি, সবই সৎভাবে উপার্জিত।