সুনামগঞ্জের তাহিরপুরে সোয়া চার লাখ টাকার চুরির কয়লা জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধায় উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও শুল্ক স্টেশন সংলগ্ন সংসার পাড়ের পাথরঘাটা থেকে মালিকবিহীন অবস্থায় এসব চুরির কয়লা জব্দ করে পুলিশ।
পুলিশের মিডিয়া সেল জানায়, উপজেলার বড়ছড়া-চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি করা কয়লা নৌপথে পরিবহণকালে কয়েকটি সংঘবদ্ধ চক্র কয়লা চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করছে এমন অভিযোগে পুলিশ অভিযানে নেমে এসব কয়লা জব্দ করা হয়।
থানার এসআই আহমেদ আরেফিন জানান, জব্দ তালিকা করে আদালতে প্রতিবেদন পেশ করা হবে।
মন্তব্য