সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যাচেষ্টার পর ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত ইছাক উল্লাহর ছেলে আব্দুল কদ্দুছ (৫৫)।
স্থানীয়রা জানান, উপজেলার মুরাদপুর গ্রামের সাত সন্তানের জনক কুদ্দুছ তার স্ত্রী আছাফুল নেছাকে (৫০) পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে গত ৩০ জানুয়ারি দুপুর ২টার দিকে জোহরের নামাজরত অবস্থায় ধারালো অস্ত্র (দা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাৎক্ষণিক তার পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আছাফুল নেছাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকেই আহত গৃহিণীর স্বামী আব্দুল কুদ্দুছ মানসিকভাবে ভেঙে পড়েন।
এদিকে রোববার ভোরে প্রতিবেশী মিয়াফর আলীর বাংলো ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্দুল কুদ্দুস। পরিবারের লোকজন শান্তিগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
মন্তব্য