সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই শতক জমি নিয়ে বিরোধে ফুফাতো ভাইকে কুপিয়ে হত্যা করেছেন মামাতো ভাই। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিঙ্গের গাঁওয়ে ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল খালিক (৪০) ওই গ্রামের ময়না মিয়ার পুত্র ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দুই শতক বসতভিটা নিয়ে ময়না মিয়া ও তার শ্যালক আব্দুর নুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিকে বুধবার রাতে আব্দুল খালিকের বসতঘরে উভয়পক্ষ পারিবারিকভাবে জরুরি আলোচনায় বসেন। এ সময় হঠাৎ উভয়পক্ষে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে আব্দুর নুরের পুত্র সুমন মিয়া দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে। এ সময় জুয়েল আহমদ, লায়েক আহমদ, রানা আহমদ ও আলী হোসেনসহ গংরা খালিকের ভাই আব্দুল হক ও তার শ্বশুর আহমদ মিয়াকেও জখম করে। স্থানীয়রা আব্দুল খালিকসহ আহত সবাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে থাকেন। চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালিক (৪০) শুক্রবার ভোররাতে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় পুলিশ সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২), রানা আহমদ (২০), আলী হোসেনসহ (২৬) পাঁচজনকে আটক করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর আটক ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য