মার্কিন ডলারের বিপরীতে রুশ রুবলের দরপতন

মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ান মুদ্রা রুবলের ব্যাপক দরপতন হয়েছে। মূলত ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার মুদ্রা দুর্বল হতে থাকে। খবর বিবিসিশুক্রবার মার্কিন ডলারের বিপরীতে রুশ মুদ্রাটি পতন হয়ে দাঁড়িয়েছে ৮২ রুবলে। অর্থাৎ এখন এক ডলার কিনতে হলে ৮২ রুবল খরচ করতে হব ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা। এতে কিছুটা বিপাকে পড়েছে রুশ অর্থনীতি।চলতি বছরের শুরুর দিকে রাশিয়া জানিয়েছে, ২০২২ সালে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে দুই দশমিক এক শতাংশ। যদিও পূর্বাভাস ছিল দেশটির অর্থনীতি কমতে পারে ১৫ শতাংশ।