এক ব্রিটিশ সেলিব্রিটির প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মজা করে হোয়াটসঅ্যাপে নিজেদের মধ্যে মেসেজ আদান-প্রদান করার ঘটনায় চাকরি খোয়ালেন লন্ডনের ২ পুলিশ কর্মকরব্রিটিশ সেলিব্রিটি কেটি প্রিন্সের ছেলেকে নিয়ে তারা ব্যঙ্গ করেছিলেন। শুক্রবার এক শুনানির পর তারা দোষী সাব্যস্ত হওয়ায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। খবর ডেইলি সাবাহর।
লন্ডন মেট্রোপলিটন পুলিশপ্রধান জন সাভেল বলেন, আমি খুবই লজ্জিত। কারণ আমার দুই কর্মকর্তা অত্যন্ত নির্দয় আচরণ করেছেন।
বৃহস্পতিবার তাদের পুলিশ কর্মকর্তা গ্লিন রিজ ও ডেভ সেলওয়ের শুনানি অনুষ্ঠিত হয়। শুক্রবার তাদের চাকরিচ্যুত করা হয়।
মন্তব্য