ভাদ্র মাসের মধ্য দশকের শেষ দিনে এসে তাপদাহে পুড়ছে পুরো সিলেট। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপদাহ সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৪ সেপ্টেম্বর) সিলেট আবহাওয়া অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
এতে জানানো হয়, সোমবার সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে সিলেট শহর। আর এদিন সিলেট শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা ছিলো।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো সকাল ৯টায় ৯০ শতাংশ আর সন্ধ্যা ৬টায় ৭৭ শতাংশ।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপর দিকে, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের কোথাও বৃষ্টির দেখা মেলেনি।
মঙ্গলবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে।
মন্তব্য