দুবাইতে অ্যাপার্টমেন্টে আগুন লেগে ভারতীয় ও পাকিস্তানিসহ ১৬ নিহত

দুবাইতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে চারজন ভারতীয় এবং তিন জন পাকিস্তানি নাগরিক রয়েছে। দুবাইর সবচেয়ে পুরোনো এলাকা আল-রাসের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই আগুন লাগে। বহু অভিবাসী শ্রমিক এবং দোকানদার এই ভবনে থাকেন। পাঁচতলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। এ খবর দিয়েছে বিবিসি। 


খবরে জানানো হয়, ভবনের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম না মানার কারণেই সেখানে আগুন লেগেছে বলে মনে করছে দুবাইর সিভিল ডিফেন্স। আগুন লাগার পর দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছান। দুবাইর স্বর্ণ এবং মশলার বাজারের কাছেই আল-রাস এলাকাটি। পর্যটকদের কাছে এই এলাকাটি বেশ জনপ্রিযদুবাইর সিভিল ডিফেন্স ‘দ্য ন্যাশনাল’ নামের এক গণমাধ্যমকে জানায়, কেমন করে সেখানে আগুন লাগলো তা জানতে একটি তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনা এড়ানো এবং মানুষের জীবন রক্ষায় আবাসিক এবং বাণিজ্যিক ভবনগুলোর মালিক এবং বাসিন্দারা যেন নিরাপত্তার নিয়মকানুন মেনে চলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ।সালিঙ্গা গুডু নামের একজন দ্য ন্যাশনাল পত্রিকাকে জানিয়েছেন, ভারতের তামিলনাডু থেকে আসা তার ভাই গুডু সালিয়াকুন্ডু নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন। এই ভবনটির বাসিন্দাদের বাঁচাতে গিয়ে তিনি মারা গেছেন। এই ঘটনার ব্যাপারে তদন্তে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।