যে কারণে উত্তরার বাসা ছেড়ে গুলশানে উঠলেন মির্জা ফখরুল

ঢাকার বাসা পরিবর্তন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার তিনি তার উত্তরার বাসা ছেড়ে গুলশানের নতুন ভাড়া বাসায় উঠেছেনগুলশান-২ নাম্বারের ইউনাইটেড হাসপাতাল সংলগ্ন একটি বাসায় দ্বিতীয়তলায় উঠেছেন বিএনপি মহাসচিব।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, উত্তরা থেকে দলীয় কাজে আসা-যাওয়া অনেকটা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। প্রচণ্ড যানজটে প্রায়ই অসুস্থবোধ করতেন। এছাড়া ভাবিও (মহাসচিবের স্ত্রী) অসুস্থ। সবকিছু বিবেচনা করেই বাসা পরিবর্তন করেছেন দলের মহাসচিব।

জানা গেছে, বিএনপি মহাসচিবের গুলশান-২ নাম্বারের নতুন ভাড়া বাসার কাছেই দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। এছাড়া ওই এলাকার ৭৯ নাম্বার সড়কের বাসায় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।।