ছাতকে সুরমা নদী থেকে এখলাছ মিয়া (৪০) নামের এক ব্যাক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।সুরমা নদীর
আন্ধারিগাঁও এলাকা থেকে বুধবার (২৪ মে)সকালে তার লাশ উদ্ধার করা হয়।
এখলাছ মিয়া ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর গ্রামের মৃত বশর উদ্দিনের পুত্র।
সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন এখলাছ মিয়া।
এখলাছ মিয়ার স্ত্রী রোজিনা বেগম জানান,ওই দিন সন্ধ্যায় গ্রামের খলিল মিয়ার পুত্র মিলন মিয়া সহ কয়েকজন লোক তাকে বাড়ি থেকে চৈকিত্তা এলাকায় ডেকে নেন। মিলন মিয়া তার স্বামীর ব্যবসায়িক পার্টনার বলে জানান তিনি। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি সাথে করে ১ লক্ষ টাকাও নিয়েছেন।এরপর থেকেই এখলাছ মিয়া নিখোঁজ রয়েছেন।
এ ব্যাপারে মঙ্গলবার (২৩ মে) ছাতক থানায় একটি জিডি (নং ১৪৯২) করেন তার স্ত্রী রোজিনা বেগম।
বুধবার সকালে সুরমা নদীতে এখলাছ মিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় ক"জন লোক জানান,এখলাছ মিয়া চোরাকারবারি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে মিলন মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।
মন্তব্য