ছাতকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাজিমা বেগম এবং জায়ান নামের এক শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়জায়ান (৪) ছাতক পৌর সভার বাগবাড়ি মহল্লার বাসিন্দা নাসির উদ্দিনের পুত্র এবং তাজিমা বেগম, নাসির উদ্দিনের শ্যালিকা।
রোববার (৪ জুন) সন্ধ্যায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নাসির উদ্দিনের স্ত্রী রুমি বেগম তকিপুর গ্রামের ভাড়াটে বাসা থেকে বোন তাজিমা বেগমকে ডাক্তার দেখানোর জন্য ছাতকে নিয়ে আসার পথে সড়কের তকিপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড় করিয়ে অটোরিকশায় উঠার সময় পিছন থেকে একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দিলে সড়কে পড়ে গুরুতর আহত হন তাজিমা বেগম ও আয়ান নামের ৪ বছর বয়সী ওই শিশু।
তাদেরকে আহত করে রাস্তায় ফেলে দ্রুত পিকআপ ভ্যানটি চলে যায়।পরে স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে ছাতক হাসপাতালে ভর্তি করেন। আহত তাজিমা বেগমের একটি হাত ও একটি পা ভেঙ্গে গেছে। মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে আয়ান।
ছাতক হাসপাতালে তাদের অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে অনেক খোজাখুজি করেও পিকআপ ভ্যান ও চালকের সন্ধান পাওয়া যায়নি। আহতদের খোঁজখবর ও নিচ্ছেনা কেউ। গুরুতর আহত তাজিমা বেগমের হাত ও পায়ে সোমবার অপারেশন করা হয়েছে বলে জানাগেছে।
মন্তব্য