তাহিরপুরে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে মৃত অজগর সাপ নিয়ে রাস্তায় উল্লাস করে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, হাওরে মাছ ধরার চাঁই'য়ে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ আটক হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক সাপটিকে রাস্তায় এনে পিটিয়ে হত্যা করে।
সুনামগঞ্জ জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান বলেন, তাহিরপুর উপজেলায় একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করার খবর পেয়েছি। এ ঘটনায় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইনে ব্যাবস্থা গ্রহনের জন্য মৌলভীবাজার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মন্তব্য