দেশে একদিনে আরও ৮২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, এদের ৭৪ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজারে পাঁচজন, সিলেটে দুজন এবং বরগুনাতে একজন নতুন কোভিড রোগী শনাক্ত হস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১৪৪টি নমুনা পরীক্ষা করে এ ৮২ জন রোগী শনাক্ত হয়েছে। দিনে শনাক্তের হার হেল ৭ দশমিক ১৭ শতাংশ; আগের দিন এ হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ১৩১ জন।
গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ১১৬ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৮ হাজার ৫৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে একদিনের সর্বোচ্চ সংখ্যা।
মন্তব্য