নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘সেন্টমার্টিনে ইউরেনিয়ামের খনি আছে। যা নিউক্লিয়ার পাওয়ারে কাজে লাগে। এটা দিয়ে পারমাণবিক বোমাও তৈরি করা যায়। এ ছাড়া এই অঞ্চলের সমুদ্র নিয়ন্ত্রণ করতে সেন্টমার্টিনে সামরিক ঘাঁটি করার মাস্টার প্ল্যান করা হয়েছে। কিন্তু শেখ হাসিনা কখনো দেশের সম্পদ বিক্রি করে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে যেতে দেবে না। শেখ হাসিনা সাম্রাজ্যবাদীদের রক্ত চক্ষু ভয় করে না। শির যাবে তবু সীমানা দেবে নবুধবার (২৮ জুন) রাত পৌনে ৯টায় ফেসবুকে নিজ আইডি থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের জনগণের টাকা আত্মসাৎ করা টাকা দিয়ে লন্ডনে বসে লবিস্ট নিয়োগ করে আজকে কিছু বিবৃতি ও নিষেধাজ্ঞার হুমকি দিয়ে সরকারকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। কারো কারো হাতে আমাদের দেশের সম্পদ সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় আসার নীল নকশা করছে বিএনপি।’
কাদের মির্জা বলেন, ‘এই সাম্রাজ্যবাদীরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধেও আমাদের বিরোধিতা করেছিল। একাত্তর পরবর্তী কখনো তারা আমাদের পক্ষে ছিল না। বিদেশি এই কুচক্রীমহল জানে, বঙ্গবন্ধু কন্যা থাকতে তারা দেশের সম্পদ লুটপাট করতে পারবে না।’
বিদেশিরা বাংলাদেশে ‘কথিত গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আজ বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কেউ পৃথিবীর কোনও একটি দেশের উদাহরণ দিতে পারবে যে দেশে বিদেশিদের হস্তক্ষেপে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? বরং অনেক উদাহরণ দেয়া যাবে, এই বিদেশিরা শান্তির নামে হস্তক্ষেপ করায় সে দেশ ধ্বংসের মুখে পড়েছে।’
মার্কিন ছয় কংগ্রেসম্যানের সমালোচনা করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আজকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি আমাদের দেশের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন। এই প্রশংসার দাবিদার আমাদের শান্তিরক্ষীরা। অথচ অর্থের বিনিময়ে বিক্রিত ছয় জন কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্ট ও বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্যদের চিঠি দিয়ে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না নিতে প্রস্তাব দেয়। আবার হিউম্যান রাইট ওয়াচ শান্তিরক্ষীদের মিশনে নিতে মানবাধিকার যাচাই-বাছাইয়ের কথা বলে।’
প্রসঙ্গত, আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভার টানা তিনবারসহ চারবারের মেয়র। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই।
মন্তব্য