রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসেবে নয়াবাজারে দলটির নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেছে। শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ সম্মেলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশনের মহাসচিব প্রফেসর মোরশেদ হাসান খানের নেতৃেত্ব নেতাকর্মীরা ইউসুফ মার্কেটের সামনে জমায়েত হয়েছে। এ সময় ৪ জনকে আটক করেছে সাত মাস যুগপৎ আন্দোলন চালিয়ে গতকাল এক মহাসমাবেশ থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচি বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছএদিকে পুলিশের অনুমতি না পেয়ে নিজেদের শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি বাতিল করা ক্ষমতাসীনরা নয়াবাজারে সতর্ক অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল মহিউদ্দিনের নেতৃত্বে শনিবার সকাল ১০ টার পরেই তাদের অবস্থান নিতে দেখা যায়। মোস্তফা জামাল মহিউদ্দিন মানবজমিনকে বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঘোষণা অনুযায়ী আমরা এখানে অবস্থান নিয়েছি।
মন্তব্য