সুনামগঞ্জের জগন্নাথপুরে খাশিলা গ্রামের বাবুল দাস (৫০) নামের এক ব্যক্তিকে ১৯ বোতল ভারতীয় মদসহ আটক করেছে সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার মজিদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে জব্দকৃত মদসহ বাবুলদাসকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।
বাবুল উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মৃত অদর দাসের ছেলে।
এ ঘটনায় সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বাদী হয়ে জগন্নাথপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনজার্চ মো.মিজানুর রহমান বলেন, শনিবার বাবুল দাসকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য