সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুকিলা আক্তার (২২) নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন।
রোববার (১৩ আগস্ট) মধ্যরাতে হবিগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।
স্থানীয় ইউপির চেয়ারম্যান আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে হয়েছে। বর্তমানে তিন সন্তান ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছেন পরিবার।
তবে শিশুদের বয়স কম হওয়া উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হযেছে।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বেসরকারি ক্লিনিকের গাইনী কনসালটেন্ট ও সার্জন ডাক্তার শামীমা আক্তার বলেন, আমার এই প্রথম ৩ সন্তান সিজারের অভিজ্ঞতা।আলহামদুলিল্লাহ সফল অস্ত্রোপচার হয়েছে।
মন্তব্য