মধ্যনগরে ভারতীয় পণ্যসহ চোরাকারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জর মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়ন পাহাড় ঘেঁষা হওয়ায়, দেশ রক্ষায় নিয়োজিত বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে অবাধে আসছে ভারতীয় বিভিন্ন পণ্য। এর মধ্যে রয়েছে গরু, চিনি, কয়লা ও হরেক রকমের গরম মসলা।এমনি কি মদকব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। মাঝে মধ্যে পুলিশের বিশেষ অভিযানে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনিসহ কিছু চোরাকারবারি গ্রেপ্তার হলেও বাকিরা ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, অভিযানের অংশ বিশেষ রোববার (১ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গুলগাঁও গ্রাম থেকে খোকন মিয়া (২৫) নামের এক চোরাকারবারিকে ৪৪বস্তা আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনিসহ গ্রেপ্তার করা হয়েছে। খোকন ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।তিনি আরো জানান, জব্দকৃত চিনির বাজার মূল্য ১ লক্ষ ৯৮ হাজার টাকা। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে। অভিযান অব্যাহত রয়েছে।