অভিবাসী ঠেকাতে মেক্সিকোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মেক্সিকো সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সীমান্তে অভিবাসী সংকটের প্রেক্ষাপটে বেশ তাড়াহুড়া করেই এই সফরের আয়োজন করা হয়েছে। মেক্সিকোর সঙ্গে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চায় ডেমোক্রেটরা। কারণ সীমান্তে অভিবাসী সংকটের সমাধান না করলে ইউক্রেনের জন্য অর্থ অনুমোদন দেবে না বলে শর্ত দিয়েছে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা।  ফ্রান্স২৪ জানিয়েছে, প্রতিদিন ১০ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। তারা আসছেন দেশটির দক্ষিণ সীমান্ত দিয়ে অর্থাৎ, মেক্সিকোর মধ্য দিয়ে। মহামারির আগের তুলনায় এই সংখ্যা দ্বিগুণের বেশি। এরমধ্যে মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে গত রোববার আরও কয়েক হাজার মানুষ রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। অভিবাসীদের সামলাতে বৈধ ক্রসিংগুলোর কার্যক্রমও বন্ধ রাখতে হচ্ছে মার্কিন কর্মকর্তাদের। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বৃহস্পতিবার এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন। ওই ফোনালাপেই বাইডেন ব্লিঙ্কেনকে মেক্সিকো পাঠাতে সম্মত হন।ব্লিঙ্কেনের সঙ্গে মেক্সিকো যাচ্ছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাস। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, এই সফরের মধ্য দিয়ে মেক্সিকোর সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করবেন মার্কিন প্রতিনিধিরা। এতে দুই দেশ মিলে এই অবৈধ অভিবাসীদের ঠেকানোর একটি পদ্ধতি বাস্তবায়ন করা যাবে।