প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা চালাতে নিজ নির্বাচনী এলাকায় ভাষণ দেবেন। আজ গোপালগঞ্জ-৩ আসনে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। প্রথমে সকাল ১১টায় টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে এবং দুপুর ১টায় কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান কলেজ মাঠে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে দু’টি জনসভাস্থলের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শেখ হাসিনা এ আসনে সপ্তম বারের এমপি। আওয়ামী লীগ অধ্যুষিত আসনটি প্রায় শতভাগ ভোটারই নৌকা প্রতীকে ভোট দেন। এ আসন থেকে বরাবরই শেখ হাসিনা নির্বাচনে অংশ নিয়ে থাকেন এবং বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন। টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসভাস্থলের স্টেজ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন তার নির্বাচনী এলাকার আপামর নারী-পুরুষ।
মন্তব্য