ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আদালতে দণ্ডিত হলেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া অপর তিন জন হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। রায়ের পর আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিলের শর্তে এক মাসের জন্য ড. ইউনূসের জামিন মঞ্জুর করেন আদালত। আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার সারা হোসেন, খাজা তানভীর আহমেদ ও এসএম মিজানুর রহমান। অপরদিকে কলকারখানা পক্ষে ছিলেন এডভোকেট খুরশীদ আলম খান।ড. ইউনূসের মামলার রায় ঘোষণার সময় শ্রম আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম, সমাজকর্মী রেহনুমা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষক ও অধিকার কর্মীরাও রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।
রায়ের পর আসামিপক্ষ আপিলের শর্তে জামিন আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে ৫ হাজার টাকা বন্ডে এক মাসের জন্য জামিন দেন। এই সময়ের মধ্যে শ্রমিকদের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে যেসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, তা বিধি সংশোধন করে সেসব সুবিধা প্রদান করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
দুপুর ২টা ১৪ মিনিটে বিচারক ৮৪ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন।
মন্তব্য