৭ই জানুয়ারির নির্বাচন বর্জন করতে বিএনপিসহ সিলেটের মানুষকে আহ্বান জানিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। অন্যদিকে সিলেট বিএনপি’র নেতারাও হাতে হাতে লিফলেট নিয়ে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। একপেশে নির্বাচনে না যেতে তারা ভোটারকে আহ্বান জানিয়েছেন। বিএনপি’র নেতাকর্মীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কর্মসূচি পালন করছেন। গতকাল সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে লুনা বলেছেন- বর্তমান সরকার আগামী ৭ই জানুয়ারি একটি নির্বাচন মঞ্চস্থ করার পরিকল্পনা করছে। যেখানে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল অনুপস্থিত রয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ ওই নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে, যাদেরকে অন্যান্য দল বলা হচ্ছে তারাও আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থী। যেখানে এটা নিশ্চিত যে, ফের আওয়ামী লীগই ক্ষমতায় আসবে এবং বিরোধী দল কে হবে সেটাও তারা ঠিক করছে। মোটকথা একটি দলের প্রধানই ৩০০ আসনে কে এমপি হবে সেটা ঠিক করে রেখেছে। এটা কোনো নির্বাচন হতে পারে না।
মন্তব্য