বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বিয়ানীবাজার উপজেলার শেওলার দিঘলবাক এলাকায় নিজের বাড়ির সামনে অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার নাম মাহমুদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়ে মাহমুদ বালিঙ্গা নয়াবাজারে গিয়েছিলেন। ফেরার পথে বাড়ির সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় জমান। গোটা এলাকা শোকে মুহ্যমান হয়ে পড়ে।

বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশটি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।