সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর ‘অবৈতনিক’ উপদেষ্টা

সালমান ফজলুর (এফ) রহমানকে প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ হবে অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। 

তারা হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। 

উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস প্রদত্ত ক্ষমতাবলে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগদান করেন।

উপদেষ্টা নিয়োগের শর্ত রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩ বি(১) মোতাবেক সালমান এফ রহমানের উপদেষ্টার ক্ষেত্র পুনর্বিন্যাস করা হয়েছে বলে নতুন প্রজ্ঞাপনে জানানো হলো।