সিলেট মহানগরীর মাদিনা মার্কেট এলাকার একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আজ রোববার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীতারা জানান, বিকেলে হঠাৎ মদিনা মার্কেটের নর্থ-ইস্ট পেট্রোল পাম্পে আগুন লেগে যায়এসময় আশপাশের লোকজনকে দিগ্বিদিগ দৌড়াদৌড়ি করতে দেখা যায়। পাম্প কর্তৃপক্ষ সিলেট ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা তেমন বিস্তারিত কিছু জানাতে পারেন নি। কিছুক্ষণ পরে জানানো হবে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।।
মন্তব্য