সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ লাখ ৪৮ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ এসময় একটি ট্রাকসহ দুই চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে।করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার চানদিজান এলাকার আব্দুল করিমের পুত্র মো. মিনহাজুল ইসলাম (৩৭) ও একই জেলার সদর থানার উত্তর সাত শিমুলিয়া এলাকার ধনু মিয়ার পুত্র মো. হাসান মিয়া (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার শ্রমিক রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মুল্য অনুমানিক পনেরো লক্ষ আটচল্লিশ হাজার টাকা। এসময় ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭৩৫৪) জব্দ করা হয়।এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭।
মন্তব্য