বিশ্বনাথে কিশোরী নিখোঁজের ৫দিন পর উদ্ধার :আটক ২

নন্দিত সিলেট : সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মাবম্ভী এক কিশোরী (১৩) কে নিখোঁজের ৫দিন পর উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ এপ্রিল) রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এসময় দুই যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার মাঝেরগাঁও গ্রামের মৃত ইয়াদ উল্লার ছেলে শাহান আলী (১৯) ও ছাতক উপজেলার গবিন্দগঞ্জ গ্রামের আবদুল জব্বারের ছেলে শাহিন মিয়া (২৬)। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন ওই কিশোরীর পরিবার। এঘটনায় নিখোঁজ কিশোরীর পিতা বাদি হয়ে (২১এপ্রিল) শনিবার রাতে আটককৃত দুইজনকে অভিযুক্ত করে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং ২২। ধর্ষনের অভিযোগের সত্যতা নিশ্চিত করতে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার ওসিসিতে আজ রোববার প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ সূত্রে জানাগেছে, গত ১৬ এপ্রিল ১৩ বছর বয়সী সংখ্যালঘু পরিবারের কিশোরী নিখোঁজের ঘটনায় তার পিতা বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। পুলিশ সাধারণ ডায়েরীর সূত্র ধরে ওই কিশোরী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় একটি বাড়ীতে অবস্থান জানতে পেরে বিশ্বনাথ থানার এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও দুই যুবককে আটক করে। রাতেই ওই কিশোরীর পিতা বাদি হয়ে আটককৃত দুই যুবককে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। কিশোরী উদ্ধার ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ।