কানাইঘাটে ছেলেকে রক্ষা করে বানের জলে ডুবে মায়ের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে বন্যার পানি থেকে রেহাই পেতে আশ্রয় কেন্দ্রে যাওয়া হলো না বিধবা হোসনে আরার। শিশু পুত্রকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ হারালেন বানের পানিতে। মঙ্গলবার (১৯ জুন) বিকাল ৩টায় দিঘীরপাড় পূর্ব ইউপির সড়কের বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত হোসনে আরা একই ইউপির দক্ষিণ ঠাকুরেরমাটি গ্রামের মতি মিয়ার বিধবা মেয়ে। স্বামী মারা যাওয়ার পর থেকে সে দু’সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করছিলেন। গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের পাশাপাশি সাতবাঁক ও দিঘীরপাড় পূর্ব ইউপিতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এ অবস্থায় হোসনে আরা তার দুই শিশু সন্তানকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য রওয়ানা দেন। পথিমধ্যে সাড়ে ৪ বছরের ছেলে স্রোতের পানিতে পড়ে গেলে ছেলেকে রক্ষা করতে মা হোসনে আরাও পানিতে ঝাঁপ দেন। এ সময় ছেলেকে রক্ষা করতে পারলেও স্রোতের পানিতে তলিয়ে যান তিনি। তার সন্তানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধারের ব্যাপক চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিকেল ৪টায় আত্মীয় স্বজনরা সড়কের বাজারের দক্ষিণ পাশ থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউপি দু’টিতে কেবলই পানি বৃদ্ধি পাচ্ছে।