দক্ষিণ সুরমায় ১৫ মাদকসেবীর কারা‌দণ্ড

নন্দিত সিলেট : দক্ষিণ সুরমা থানা এলাকায় ১৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে এএসপি নাহিদ হাসান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের সমন্বয়ে র‌্যাব-৯ এর একটি দল দক্ষিণ সুরমা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক এবং দণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলো- আখমান খান (৫০), মকবুল হোসে (২৫), কামরুল ইসলাম (১৯), রমেদ আলী (২৪), আশরাফুল ইসলাম (২০), মাসুক আলী (২২), রমজান আলী (৩৬), আবুল খায়ের (৩৫), আব্দুর রহমান রিপন (১৮), মোবাশ্বের (২৬), মো. ফরিদ আহম্মদ (৩২), হানিফ (২৪), এনাম আলী (৩১), শাহিন (১৯), এবং শাহেদ আহম্মদ (৩০)। এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন- মাদক রাখা এবং সেবনের অপরাধে তাদেরকে ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত দণ্ড প্রদান করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।