কমলগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগান শ্রমিক বরখাস্তের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০মে) উপেজলার পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে। এতে স্বরসতী মহালী (৪৫) ও প্রতাপ গড় (৪৩) নামের দু’জন শ্রমিক আহত হন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চা বাগান সূত্রে জানা যায়, সুজন অলমিক নামের এক শ্রমিককে বরখাস্ত করা নিয়ে সকাল থেকে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস প্রদান করলেও কর্মবিরতি প্রত্যাহার করেন নি শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা জানান, গত কয়েকদিন আগে পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক শফিকুর রহমান চা বাগান পঞ্চাযেত সভাপতি শিপন চক্রবর্তীর প্ররোচনায় অন্যায়ভাবে শ্রমিক সুজন অলমিককে বরখাস্ত করেন। এ ব্যাপারে চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপককে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে কাজে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছিল। শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় আজকের ইে সংঘর্ষের ঘটনা ঘটে।